রংপুর প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাকার পুল এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর গ্রামে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ ১০ জন আহত হয়। স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাকারপুল এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি পড়ে আছে। পাশেই আরেকটি পিকআপ খালে পড়ে গেছে। সংঘর্ষের শিকার নাবিল পরিবহনটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
হাজীপুর গ্রামের বাসিন্দা নালু মিয়া বলেন, মধ্যরাতে যখন বিকট শব্দ হয়, বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে ছুটে আসি। আমার সঙ্গে গ্রামের আরও কয়েকজন আসে। এত কুয়াশা যে পাশাপাশি হাঁটছিলাম, তবু কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কয়েক দিন ধরে এই সড়কে দুর্ঘটনা লেগেই আছে।
পাকারপুল এলাকায় কথা হয় ট্রাকচালক আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন ধরে অনেক কুয়াশা। সড়কে দুই হাত আগে কী আছে দেখা যায় না। এমন কুয়াশা থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। গতি কম রেখে গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক দেখতে আসা বামনদীঘি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, শীতের সময় মহাসড়কের এই অংশে খুবই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বিকেল হলেই খুব কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর তো সড়কে কিছু দেখা যায় না। এখন বেলা সাড়ে ১০টা বাজে, ২০ হাত দূরে কী আছে বোঝা যাচ্ছে না। কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকালের যে দুর্ঘটনা ঘটে তা ঘন কুয়াশার কারণে হয়েছে। গাড়ির গতি কম ছিল বলে প্রাণহানি হয়নি। তবে রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়ক সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে সড়কের এ অংশ খুব দ্রুত দুই লেন থেকে চার লেনে উন্নীত করা দরকার।
ঘন কুয়াশার কারণে রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাকার পুল এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর গ্রামে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ ১০ জন আহত হয়। স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাকারপুল এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি পড়ে আছে। পাশেই আরেকটি পিকআপ খালে পড়ে গেছে। সংঘর্ষের শিকার নাবিল পরিবহনটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
হাজীপুর গ্রামের বাসিন্দা নালু মিয়া বলেন, মধ্যরাতে যখন বিকট শব্দ হয়, বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে ছুটে আসি। আমার সঙ্গে গ্রামের আরও কয়েকজন আসে। এত কুয়াশা যে পাশাপাশি হাঁটছিলাম, তবু কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কয়েক দিন ধরে এই সড়কে দুর্ঘটনা লেগেই আছে।
পাকারপুল এলাকায় কথা হয় ট্রাকচালক আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন ধরে অনেক কুয়াশা। সড়কে দুই হাত আগে কী আছে দেখা যায় না। এমন কুয়াশা থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। গতি কম রেখে গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক দেখতে আসা বামনদীঘি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, শীতের সময় মহাসড়কের এই অংশে খুবই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বিকেল হলেই খুব কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর তো সড়কে কিছু দেখা যায় না। এখন বেলা সাড়ে ১০টা বাজে, ২০ হাত দূরে কী আছে বোঝা যাচ্ছে না। কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকালের যে দুর্ঘটনা ঘটে তা ঘন কুয়াশার কারণে হয়েছে। গাড়ির গতি কম ছিল বলে প্রাণহানি হয়নি। তবে রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়ক সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে সড়কের এ অংশ খুব দ্রুত দুই লেন থেকে চার লেনে উন্নীত করা দরকার।
বইমেলার দ্বিতীয় দিন ছিল গতকাল। ঝকঝকে নতুন স্টল আর প্যাভিলিয়নগুলো এরই মধ্যে দর্শক-ক্রেতার পদচারণে মুখর। নতুন বইয়ের খোঁজখবর নিচ্ছেন বইপ্রেমীরা। নতুন বই অবশ্য আসা শুরু হয়েছে মাত্র। প্রকাশকদের ভাষ্য, সব বই মেলায়...
১ মিনিট আগেবিভিন্ন দাবিতে গতকাল রোববার রাজধানীর চারটি স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানের আহত ছাত্র-জনতা এবং চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এতে মহানগরীর বড় এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
৪০ মিনিট আগেপ্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে তারা অবস্থান নেন। এর কয়েক মিনিট পরই আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী
১ ঘণ্টা আগেবরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের বাসিন্দা সুলতান খান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বুধবার কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরাম’ নামের সংগঠনের আহ্বায়ক পরিচয়ে তিনি এ মামলা করেন। এতে বরিশালের সাবেক সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের ম
১ ঘণ্টা আগে