রংপুর প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা কাজটি করতে পারে।
আজ রোববার রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, শুধু তিস্তা নয়, আজকে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা একটা উদাহরণ মাত্র। বাংলাদেশের পানি, কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা-কুশিয়ারা বন্ধ করেছে।
পতিত সরকারকে চাটুকার আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘আমরা অনেক আগে পানির হিস্যা আদায় করতে পারতাম, যদি হাসিনার মতো একটা চাটুকার সরকার বাংলাদেশে না আসত। এই পানি নিয়ে তারা কোনো দিন কথা বলে নাই। আমরা বলেছি।’
বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার পেছনে পানির হিস্যা উল্লেখ্য করে মির্জা আব্বাস বলেন, ‘সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাঁধ নিয়ে সে প্রতিবাদ করেছিল। ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে, ভারত আমাদের পানির অভাবে কীভাবে কষ্ট দিচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, ‘আমাদের চোখের পানিতে কারও কাছে কিছু চাইব না। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না। আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হয় কাল, কালকে না হয় পরশু, দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন থামবে না। শুধু আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যেই সরকার দেশের মানুষের কথা ও ভাষা বুঝতে পারবে।
‘যে সরকার মানুষের দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখবে। কিছু দিন আগে যেই সরকার ছিল, সে কিছুতেই দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তাকে ক্ষমতায় থাকবে হবে, তাই পূরণ করেনি।’
ভারতের সঙ্গে দেনা-পাওনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কাছে কি ভারতের কোনো দেনা-পাওনা নাই? অনেক কিছু আছে। ভুলে যাবেন না, অনেক কিছু আছে আমাদের কাছে। ট্রানজিট আছে, মোংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা এসবের হিসাব-কিতাব করব।
‘মনে রাখবেন, আমরাও হিসাব করব। আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে, না পেলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে পানির প্রয়োজন, দিতে হবে হিসাবমতো।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা কাজটি করতে পারে।
আজ রোববার রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, শুধু তিস্তা নয়, আজকে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা একটা উদাহরণ মাত্র। বাংলাদেশের পানি, কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা-কুশিয়ারা বন্ধ করেছে।
পতিত সরকারকে চাটুকার আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘আমরা অনেক আগে পানির হিস্যা আদায় করতে পারতাম, যদি হাসিনার মতো একটা চাটুকার সরকার বাংলাদেশে না আসত। এই পানি নিয়ে তারা কোনো দিন কথা বলে নাই। আমরা বলেছি।’
বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার পেছনে পানির হিস্যা উল্লেখ্য করে মির্জা আব্বাস বলেন, ‘সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাঁধ নিয়ে সে প্রতিবাদ করেছিল। ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে, ভারত আমাদের পানির অভাবে কীভাবে কষ্ট দিচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, ‘আমাদের চোখের পানিতে কারও কাছে কিছু চাইব না। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না। আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হয় কাল, কালকে না হয় পরশু, দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন থামবে না। শুধু আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যেই সরকার দেশের মানুষের কথা ও ভাষা বুঝতে পারবে।
‘যে সরকার মানুষের দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখবে। কিছু দিন আগে যেই সরকার ছিল, সে কিছুতেই দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তাকে ক্ষমতায় থাকবে হবে, তাই পূরণ করেনি।’
ভারতের সঙ্গে দেনা-পাওনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কাছে কি ভারতের কোনো দেনা-পাওনা নাই? অনেক কিছু আছে। ভুলে যাবেন না, অনেক কিছু আছে আমাদের কাছে। ট্রানজিট আছে, মোংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা এসবের হিসাব-কিতাব করব।
‘মনে রাখবেন, আমরাও হিসাব করব। আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে, না পেলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে পানির প্রয়োজন, দিতে হবে হিসাবমতো।’
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
৩৩ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে