Ajker Patrika

কালীগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২: ৩৪
কালীগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

লালমনিরহাটের কালীগঞ্জে গাছ থেকে পড়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত সিরাজুল ইসলাম ওই এলাকার মনছার আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে বাজার এলাকার একটি গাছ থেকে জলপাই পাড়তে ওঠেন সিরাজুল। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত