Ajker Patrika

১২ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর চালু

প্রতিনিধি, তেঁতুলিয়া
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫: ১৮
Thumbnail image

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ সময়ে চার দেশের সঙ্গে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানির বাণিজ্য বন্ধ থাকে। ১৯ জুলাই (সোমবার) থেকে শুরু হওয়া এ ছুটি ৩০ জুলাই (শুক্রবার) শেষ হয়। আজ শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম পুনরায় চালু হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাবান্ধা স্থলবন্দর পুনরায় চালু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যগামী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকেও ভারতে ট্রাক গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত