Ajker Patrika

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পাটগ্রাম ছাত্রলীগ নেতা বহিষ্কার 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৪
Thumbnail image

লালমনিরহাটের পাটগ্রামে বাউরা ইউনিয়ন শাখা ছাত্রলীগ সহ সভাপতির মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আজ রোববার তাঁকে পদ থেকে বহিষ্কার করেছে ইউনিয়ন ছাত্রলীগ।

বিজ্ঞপ্তি দিয়ে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারণ সম্পাদক মারুফুল হক শাওন। বহিষ্কৃত মো. ফুয়াদ পাটোয়ারী ওই ইউনিয়নের নবীনগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

 ১৫, ১৯ ও ৩ সেকেন্ডের তিনটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ভুট্টাখেতের মাঝখানে বসে বিশেষ পদ্ধতিতে মাদক সেবন করছেন এক ব্যক্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, বাউরা ইউনিয়ন শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. ফুয়াদ পাটোয়ারীকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাউরা ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, পাটগ্রাম উপজেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, মমিনুর পাটোয়ারী ফুয়াদ একজন মাদকসেবী ও কারবারি। তিনি এলাকার অনেক চুরির ঘটনার সঙ্গে জড়িত। গত জানুয়ারি মাসে বাউরা পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক গৌড় চন্দ্র প্রামাণিকের বাড়ি, লিটু সাহার বাড়ি, আনিছ বসুনিয়ার গুদাম থেকে মালামাল চুরি করে। এ ঘটনায় লিটু সাহা ফুয়াদের নামে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে গত ১৭ জানুয়ারি চুরির কথা স্বীকার করে সাইকেল ফেরত ফুয়াদ।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উল্টো লিটু সাহা ও স্থানীয় ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি জমি-সংক্রান্ত মিথ্যা অভিযোগে লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা দায়ের করেন ফুয়াদ। এতে ওই ছয়জনকে আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

বাউরা ইউনিয়নের ব্যবসায়ী লিটু সাহা বলেন, ‘ফুয়াদ চোর সিন্ডিকেট ও মাদকের সঙ্গে জড়িত। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতবাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকে। এতে এলাকাবাসী ঘুমাতে পারেন না। চুরি থেকে আমরা পরিত্রাণ চাই।’ 

মাদক সেবনের বিষয়ে জানতে ফুয়াদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমার না। আমাকে কেন বহিষ্কার করা হলো তা বলতে পারব না।’ 

চুরির ব্যাপারে জানতে চাইলে ফুয়াদ কল কেটে দেন। 

পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিব্রত। ইতিমধ্যে ইউনিয়ন ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করেছে। আমরা এ ব্যাপারে জেলা কমিটির কাছে চিঠি পাঠিয়েছি। কেন্দ্র থেকে স্থায়ী বহিষ্কারের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত