Ajker Patrika

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭: ৪৭
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

যাত্রীবাহী বাসের ধাক্কায় গাইবান্ধার পলাশবাড়ীতে মেহেদী হাসান নয়ন নামে এক মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে এ দুর্ঘটনা ঘটে। 

অপর নিহত হলেন নাহিদ হাসান (১০)। তারা সম্পর্কে বাবা-ছেলে। 

মেহেদী হাসান নয়ন সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয় ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান নয়ন (৪০) তাঁর ছেলে নাহিদকে নিয়ে গাইবান্ধা শহরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি উপজেলার জানিপুরে যাচ্ছিলেন। এরই মধ্যে ওইস্থানে পৌঁছালে অপর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মেহেদী হাসান নয়ন নিহত হন। গুরুতর আহত শিশু নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, মাঠেরহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত