Ajker Patrika

বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরপাড়ে করা ইউক্যালিপটাস বাগান থেকে মেনারুল মিয়া (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মোনারুল উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দী গ্রামের আফসার আলীর ছেলে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মোনারুল খুবই ভালো ছেলে ছিল। তাঁর চাচাতো ভাই রশিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি আত্মহত্যা বলে জানিয়েছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে কিছুই জানাতে পারিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ওই গ্রামের ইউক্যালিপটাস বাগানে যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত