গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
১ ঘণ্টা আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে