পীরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
নিজের ঘরের ভাঙা দরজা দেখিয়ে শঙ্কা আর ভবিষ্যৎ দুশ্চিন্তা নিয়ে অনেক প্রশ্ন শ্যামলী রানীর (৪০)। তিনি বলেন, ‘হামলাকারীরা ধরা পড়েছে। পুলিশ, সাংবাদিক, নেতারা পাশে আছেন। এখন কোনো ভয় নাই। কিন্তু আপনারা কত দিন থাকবেন? যারা ধরা পড়েছে, তাদের পরিবারের লোকজন যে আবার আমাদের স্বামী-সন্তানদের ওপর হামলা করবে না, তার নিশ্চয়তা কী? হাটবাজারে যাবে কীভাবে? রাতে মাছ ধরতে যাবে কীভাবে? খুব দুশ্চিন্তায় আছি। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা কী?’
দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়া বড় করিমপুর জেলেপল্লির বাসিন্দা শ্যামলী রানী। গতকাল বৃহস্পতিবার ওই পল্লিতে গিয়ে দেখা যায় বাড়িঘর হারানো পরিবারগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা যা পেয়েছে, তাই দিয়ে ঘরদোর আবার দাঁড় করানোর চেষ্টায় আছে তারা। কিন্তু শ্যামলীর মতো একই দুশ্চিন্তা অন্যদেরও।
হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার চার দিন অতিবাহিত হয়েছে। এ ঘটনায় মামলায় আটক হয়ে কারাগারে আছেন ৫৪ জন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি।
সরকারি-বেসরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। তবু যেন স্বস্তি নেই হিন্দুপল্লিতে। পল্লির লোকজনের মনে ভয়, আতঙ্কের ছাপ চোখমুখে।
সেদিনের হামলায় আহত হয়েছিলেন পণ্ডিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘আমরা চারজনকে পুলিশে ধরিয়ে দিয়েছি। এখন ভয়ে আছি। আটক হওয়া লোকজন যদি ফের হাটবাজার, ঘাটে আমাদের হামলা করে!’
ঘুরে দাঁড়ানোর চেষ্টা
সাম্প্রদায়িক হামলায় ওই পল্লির ২৪ পরিবারের ৩১টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ৫৯টি ঘরে লুটপাটের পর ভাঙচুর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙচুর ও আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর নতুন করে তৈরি ও মেরামতের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বাড়িঘর নির্মাণ এবং পোড়া বাড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারক করছেন।
বাড়ি নির্মাণে মিস্ত্রি লাগিয়েছেন ওই পল্লির সুবর্ণ চন্দ্র ও সুদাসন চন্দ্র। তাঁরা বাবা ও ছেলে। ওই পল্লিতে ঢুকতেই রাস্তার পাশেই তাঁদের বাড়ি। সুদাসনের স্ত্রী পুতুল রানী বলেন, ‘ঢাকাত থাকি ছাত্ররা আসি হামাক টিন আর ১০ হাজার ট্যাকা দিচে। সেগ্লা দিয়া নয়া করি ঘর বানাওছি।’ পুতুলের শাশুড়ি শহিবা রানী বলেন, ‘স্পিকার তিন বান্ডিল টিন আর ২০ হাজার ট্যাকা দিচে। হামরা কাল ঘরের মিস্ত্রি নাগামো।’
ইউএনও বিরোদা রানী বলেন, ১৭ অক্টোবর রাতে হিন্দুপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে। নতুন করে ঘর মেরামতের কাজ চলছে।
৩৭ আসামি তিন দিনের রিমান্ডে
রংপুর প্রতিনিধি জানান, সহিংসতার ঘটনায় ৩৭ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে ৩৮ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হলে ৩৭ জনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। বয়স ১৮ বছরের কম হওয়ায় এক আসামিকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আসামিদের সাত দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। সেই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন।
নিজের ঘরের ভাঙা দরজা দেখিয়ে শঙ্কা আর ভবিষ্যৎ দুশ্চিন্তা নিয়ে অনেক প্রশ্ন শ্যামলী রানীর (৪০)। তিনি বলেন, ‘হামলাকারীরা ধরা পড়েছে। পুলিশ, সাংবাদিক, নেতারা পাশে আছেন। এখন কোনো ভয় নাই। কিন্তু আপনারা কত দিন থাকবেন? যারা ধরা পড়েছে, তাদের পরিবারের লোকজন যে আবার আমাদের স্বামী-সন্তানদের ওপর হামলা করবে না, তার নিশ্চয়তা কী? হাটবাজারে যাবে কীভাবে? রাতে মাছ ধরতে যাবে কীভাবে? খুব দুশ্চিন্তায় আছি। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা কী?’
দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়া বড় করিমপুর জেলেপল্লির বাসিন্দা শ্যামলী রানী। গতকাল বৃহস্পতিবার ওই পল্লিতে গিয়ে দেখা যায় বাড়িঘর হারানো পরিবারগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা যা পেয়েছে, তাই দিয়ে ঘরদোর আবার দাঁড় করানোর চেষ্টায় আছে তারা। কিন্তু শ্যামলীর মতো একই দুশ্চিন্তা অন্যদেরও।
হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার চার দিন অতিবাহিত হয়েছে। এ ঘটনায় মামলায় আটক হয়ে কারাগারে আছেন ৫৪ জন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি।
সরকারি-বেসরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। তবু যেন স্বস্তি নেই হিন্দুপল্লিতে। পল্লির লোকজনের মনে ভয়, আতঙ্কের ছাপ চোখমুখে।
সেদিনের হামলায় আহত হয়েছিলেন পণ্ডিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘আমরা চারজনকে পুলিশে ধরিয়ে দিয়েছি। এখন ভয়ে আছি। আটক হওয়া লোকজন যদি ফের হাটবাজার, ঘাটে আমাদের হামলা করে!’
ঘুরে দাঁড়ানোর চেষ্টা
সাম্প্রদায়িক হামলায় ওই পল্লির ২৪ পরিবারের ৩১টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ৫৯টি ঘরে লুটপাটের পর ভাঙচুর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙচুর ও আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর নতুন করে তৈরি ও মেরামতের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বাড়িঘর নির্মাণ এবং পোড়া বাড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারক করছেন।
বাড়ি নির্মাণে মিস্ত্রি লাগিয়েছেন ওই পল্লির সুবর্ণ চন্দ্র ও সুদাসন চন্দ্র। তাঁরা বাবা ও ছেলে। ওই পল্লিতে ঢুকতেই রাস্তার পাশেই তাঁদের বাড়ি। সুদাসনের স্ত্রী পুতুল রানী বলেন, ‘ঢাকাত থাকি ছাত্ররা আসি হামাক টিন আর ১০ হাজার ট্যাকা দিচে। সেগ্লা দিয়া নয়া করি ঘর বানাওছি।’ পুতুলের শাশুড়ি শহিবা রানী বলেন, ‘স্পিকার তিন বান্ডিল টিন আর ২০ হাজার ট্যাকা দিচে। হামরা কাল ঘরের মিস্ত্রি নাগামো।’
ইউএনও বিরোদা রানী বলেন, ১৭ অক্টোবর রাতে হিন্দুপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে। নতুন করে ঘর মেরামতের কাজ চলছে।
৩৭ আসামি তিন দিনের রিমান্ডে
রংপুর প্রতিনিধি জানান, সহিংসতার ঘটনায় ৩৭ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে ৩৮ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হলে ৩৭ জনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। বয়স ১৮ বছরের কম হওয়ায় এক আসামিকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আসামিদের সাত দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। সেই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর একটি আংশিক, আরেকটি পুরোপুরি অন্ধকারে থাকে। দীর্ঘদিন ধরে এসব সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও কোনো আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর এলাকা দুটি ডুবে যায়
১৭ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৪ ঘণ্টা আগে