Ajker Patrika

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, দুর্ভোগে সাধারণ মানুষ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২: ৩৭
আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, দুর্ভোগে সাধারণ মানুষ

শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। 

তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে। 

এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের। 

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’ 

 টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’ 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত