তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি সেতু স্থাপনের দাবিতে ঢাকা বিআরটি প্রকল্পের উড়াল সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকার আবদুল্লাহপুর ও টঙ্গী অংশের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন করেন।
৯ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুড়ি ফেলে অন্তত ৩০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিঅ্যান্ডবি-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়েল...
১৮ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। তাঁরা ঈদও সৌদির সঙ্গে মিল রেখে উদ্যাপন করেন।
১ ঘণ্টা আগে