Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী নামক এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শশরা ইউনিয়নের চকরামপুর বালাপাড়ার মৃত খোকারাম রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৪০) এবং একই এলাকার মৃত দুর্গা মোহন রায়ের ছেলে শশোধর বাবু রায় (৫৫)। 

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে ভ্যান চালক নারায়ন চন্দ্র রায়ের ভ্যানে ধান বোঝাই করে বাড়ি আসছিলেন শশধর রায়। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দইসই এলাকায় ঢাকা থেকে পাইপ বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধান বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ভ্যানচালক নারায়ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শশধর বাবু রায়কে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই নুর আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ছাড়া এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত