Ajker Patrika

পীরগঞ্জের হিন্দুপল্লিতে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জের হিন্দুপল্লিতে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার

পীরগঞ্জের হিন্দুপল্লি মাঝিপাড়ায় বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার পীরগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তারকৃতদের রংপুর কোর্টে পাঠিয়েছেন। এর আগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা হিন্দুপল্লি মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০টার পর বিক্ষুব্ধ জনতা কসবা হিন্দুপল্লি মাঝিপাড়ায় পরিতোষ সরকারের বাড়ি ঘেরাও করে। তার আগেই পরিতোষের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা হিন্দুপল্লিতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের পর ২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় হিন্দুরা জীবনের ভয়ে বাড়ি ছেড়ে আশপাশের জঙ্গল, বাঁশঝাড় ও ধানখেতে আশ্রয় নেয়। ওই ঘটনায় পীরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে ৫০০ জনকে আসামি করে ২টি মামলা করেন। 

পরবর্তীতে গত সোমবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শহর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার একমাত্র আসামি পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, মামলাটি হওয়ার পরই অভিযান চালিয়ে একমাত্র আসামি পরিতোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত