Ajker Patrika

যৌতুকের জন্য গৃহবধূরকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বদরগঞ্জ প্রতিনিধি
যৌতুকের জন্য গৃহবধূরকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে যৌতুকের দাবিতে ইশিতা জাহান ইশা (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ এজাহারভুক্ত আসামি ও নিহতের স্বামী আব্দুল মনিম সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ এলাকার পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনিম ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক তৈয়ব আলীর ছেলে। ইশিতা রংপুর সদর উপজেলার গঞ্জিপুর শাহপাড়া গ্রামের ইলিয়াছ শাহর মেয়ে। 

মামলা সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে চার বছর আগে ইশিতার সঙ্গে মনিমের পরিচয় হয়। এরপর তা প্রেমে রূপ নেয়। পরবর্তীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়েতে ইশিতার পরিবার মেয়ের সুখের আশায় যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার জামাইয়ের পরিবারকে দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যৌতুক হিসেবে আরও দুই লাখ টাকা দাবি করে বসেন মনিমের পরিবার। এতে ইশিতা রাজি না হওয়ায় তাঁর ওপর চলত অমানবিক নির্যাতন। আর ওই নির্যাতন সইতে না পেরে মাত্র এক বছরের মাথায় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে পারিবারিক সমঝোতার মাধ্যমে ইশিতাকে আরও স্বামীর ঘরে ফিরে আসতে হয়। এরপর আবারও তাঁর ওপর নির্যাতন শুরু হয়। 

এরপর তাঁকে কৌশলে বদরগঞ্জ শহরের বালুয়াভাটার বাসা থেকে পাঠিয়ে দেওয়া হয় বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ পশ্চিম পাড়া গ্রামে। সেখানে যৌতুকের দাবিতে শাশুড়ি মিলি বেগমসহ পরিবারের অন্যরা প্রতিনিয়ত তাঁর ওপর নানা রকম নির্যাতন চালাতেন। এমনকি সেখানে থাকাকালে তাঁর সঙ্গে স্বামী মনিমের কোনো যোগাযোগও ছিল না। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় এলাকায় খবর ছড়িয়ে পড়ে ইশিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ইশিতার মা মারজিয়া বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছেন। পুলিশ রাতেই মামলার আসামি ও নিহতের স্বামী মনিমকে গ্রেপ্তার করে। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইশিতার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। ইশিতার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত