প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)
জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা সাজু আহমেদের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে আহত সাজুর মা রানীজান বেগম বাদী হয়ে কুড়িগ্রামের উলিপুর থানার এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইমতিয়াজ কবির জানান, সাজুর মা রানীজান বেগম অসুস্থ থাকায় গত শনিবার রাতে সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। এর পর অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সাজুর মা। উলিপুর থানায় মামলা নম্বর সাত। মামলার একমাত্র আসামি হচ্ছেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের নারী সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথার সামনের দিকে ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আজগার আলী ও রানীজান বেগমের ছোট ছেলে। তাঁর পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে অংশ নেন। সেখানে দ্বিতীয় রানার আপ হয়ে তারকা খ্যাতি অর্জন করেন।
সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম জানান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন সাজু। এরপর থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। এ জন্য জমির ভাগ ও টাকার জন্য ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে তাঁর সামনে চাকু দিয়ে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে মায়ের মায়ের মাথা ফেটে যায়।
মামলার আসামি সাজু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা সাজু আহমেদের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে আহত সাজুর মা রানীজান বেগম বাদী হয়ে কুড়িগ্রামের উলিপুর থানার এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইমতিয়াজ কবির জানান, সাজুর মা রানীজান বেগম অসুস্থ থাকায় গত শনিবার রাতে সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। এর পর অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সাজুর মা। উলিপুর থানায় মামলা নম্বর সাত। মামলার একমাত্র আসামি হচ্ছেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের নারী সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথার সামনের দিকে ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আজগার আলী ও রানীজান বেগমের ছোট ছেলে। তাঁর পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে অংশ নেন। সেখানে দ্বিতীয় রানার আপ হয়ে তারকা খ্যাতি অর্জন করেন।
সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম জানান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন সাজু। এরপর থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। এ জন্য জমির ভাগ ও টাকার জন্য ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে তাঁর সামনে চাকু দিয়ে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে মায়ের মায়ের মাথা ফেটে যায়।
মামলার আসামি সাজু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
২ মিনিট আগেটঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে