Ajker Patrika

পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না: রিজভী

লালমনিরহাট প্রতিনিধি
পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, সরকারের পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। আজ সোমবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তাতে তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে যেই ক্ষমতায় আসুক সেই থাকবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে—এমন তো কোনো কথা নয়। 

রিজভী বলেন, দেখবেন হঠাৎ করে কোনো মানুষ যদি অনেক টাকা পেয়ে যায়, তখন তার মাঝে পাগলামি হয়। আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তাই তাদের মাঝে একটা পাগলামি চেপে বসেছে। তারা আজ উদ্ভট কথা বলছে। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন আহমেদ বাবুল, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত