Ajker Patrika

নির্বাচনে খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নির্বাচনে খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী 

দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি মাঠে না থাকলেও এবার খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে। খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। যারা আমাদের সার্বভৌমত্বকে আফগানস্থান, সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো ধ্বংস করে দিতে চায়।’ 

আজ শুক্রবার দিনাজপুরে নিজ নির্বাচনী এলাকা বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি অতীতে অনেকবার ভোট প্রতিহত কারার চেষ্টা করেছে কিন্তু পারে নাই এবং এবারেও পারবে না। কারণ জনগণ বুঝে গেছে বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য বদলের রাজনীতি নয়। সুষ্ঠু ধারার রাজনীতি করতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে।’ 

এ সময় আওয়ামী লীগের নেতা সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত