Ajker Patrika

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের হাসপাতালে মৃত্যু

সেনাবাহিনী
গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের হাসপাতালে মৃত্যু

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় আটক ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আটক মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহতদের স্বজনেরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল এবং তাঁর বাড়ির কাজের ছেলে শফিকুল ও শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জন ধস্তাধস্তি করার ফলে কয়েকজন গুরুতর আহত হন। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের লাশ বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। 

গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত ইউপি চেয়ারম্যান সুইটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত