গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুকতারা বেগম (৩৫) দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। প্রায় ১৭ বছর আগে গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে মাহবুব হাসান সরকার রাহাতের (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত কলেজ ভর্তি হওয়ার পর থেকে জড়িয়ে পড়েন মাদক সেবনের সঙ্গে। এরপর তাঁকে বিয়ে দেওয়া হলে কিছুদিন যেতে না যেতেই মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। প্রায় মাদক সেবনের টাকার জন্য তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাহাত। সম্প্রতি রাহাতের স্ত্রীর ওপর নির্যাতন দেখে তাঁর বৃদ্ধা মা মেরিনা বেগম প্রতিবাদ করলে তাঁর মায়ের গলায় ছুরি ধরেন রাহাত। এরপর তাঁর মা রাহাতের ১৫ বছরের ছেলে অপূর্বকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে চলে যান।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক নারী তাদের বাড়িতে গেলে দেখতে পায় শুকতারা গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এরপর ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী হাসান সরকার রাহাত পলাতক আছেন।
ঘরের দরজা খুলে লাশ দেখতে পাওয়া সাহেবা বেগম (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে শুকতারার ছাগল আমার জমির খেত খাওয়ায় আমি ছাগলগুলো পাকরাও করে শুকতারার কাছে বিচার দেওয়ার জন্য যাই। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ বাড়ি থেকে বের না হওয়ায় আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি শুকতারার গলাকাটা লাশ তাদের থাকার ঘরের বিছানায় পড়ে আছে। এই সময় আমি বাইরে এসে জোরে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে শুকতারার ছেলে অপূর্ব বাড়িতে এসে নির্বাক হয়ে পড়ে। এ সময় সে আজকের পত্রিকাকে বলে, ‘তিন দিন আগে আমি দাদিসহ ফুফুর বাড়ি বেড়াতে যাই। বাড়িতে শুধু মা-বাবা ছিল। মা কীভাবে মারা গেল কিছুই জানি না।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটির সুরতহালের সময় গলাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুকতারা বেগম (৩৫) দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। প্রায় ১৭ বছর আগে গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে মাহবুব হাসান সরকার রাহাতের (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত কলেজ ভর্তি হওয়ার পর থেকে জড়িয়ে পড়েন মাদক সেবনের সঙ্গে। এরপর তাঁকে বিয়ে দেওয়া হলে কিছুদিন যেতে না যেতেই মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। প্রায় মাদক সেবনের টাকার জন্য তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাহাত। সম্প্রতি রাহাতের স্ত্রীর ওপর নির্যাতন দেখে তাঁর বৃদ্ধা মা মেরিনা বেগম প্রতিবাদ করলে তাঁর মায়ের গলায় ছুরি ধরেন রাহাত। এরপর তাঁর মা রাহাতের ১৫ বছরের ছেলে অপূর্বকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে চলে যান।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক নারী তাদের বাড়িতে গেলে দেখতে পায় শুকতারা গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এরপর ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী হাসান সরকার রাহাত পলাতক আছেন।
ঘরের দরজা খুলে লাশ দেখতে পাওয়া সাহেবা বেগম (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে শুকতারার ছাগল আমার জমির খেত খাওয়ায় আমি ছাগলগুলো পাকরাও করে শুকতারার কাছে বিচার দেওয়ার জন্য যাই। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ বাড়ি থেকে বের না হওয়ায় আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি শুকতারার গলাকাটা লাশ তাদের থাকার ঘরের বিছানায় পড়ে আছে। এই সময় আমি বাইরে এসে জোরে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে শুকতারার ছেলে অপূর্ব বাড়িতে এসে নির্বাক হয়ে পড়ে। এ সময় সে আজকের পত্রিকাকে বলে, ‘তিন দিন আগে আমি দাদিসহ ফুফুর বাড়ি বেড়াতে যাই। বাড়িতে শুধু মা-বাবা ছিল। মা কীভাবে মারা গেল কিছুই জানি না।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটির সুরতহালের সময় গলাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
২১ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৪২ মিনিট আগে