রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর পর এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন। আজ বুধবার দুপুরে নগরীর নিউ ক্রস রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ১৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।
ইশতেহারে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি করপোরেশন বিনির্মাণে আধুনিক, পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব মহানগরী গড়ার অঙ্গীকার করেন। আধুনিক কৃষিভিত্তিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
হাতি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে থাকা এই স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ‘আমি রংপুরের সন্তান হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য অত্যাধুনিক নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর বেকার সমস্যা সমাধানে আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে ইশতেহারের আলোকে নগরীতে বিকল্প রাস্তা, ফ্লাইওভার ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ করে যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করব। ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে বেকার যুবক-যুবতীদের অনলাইন প্ল্যাটফর্মে আয়ের ব্যবস্থা করব।’
সংবাদ সম্মেলনে লতিফুর রহমান আরও বলেন, ‘নির্বাচিত হলে নগরীর শ্যামাসুন্দরী খাল, চিকলী বিল, নাচনিয়ার বিল, কুকরুল কেডি ক্যানেলসহ বর্ধিত ওয়ার্ড বেষ্টিত ঘাঘট নদকে ঘিরে পরিকল্পনা গ্রহণ এবং হাটবাজারগুলো আধুনিকায়ন করা হবে। সিনিয়র সিটিজেনদের জন্য অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি, পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্যাস-সংযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম আসিফুল ইসলাম, দিলীপ ঘোষ, মুহিদ ইবনে ফেরদৌস শান্ত, খোকন সরকার প্রমুখ।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর পর এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন। আজ বুধবার দুপুরে নগরীর নিউ ক্রস রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ১৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।
ইশতেহারে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি করপোরেশন বিনির্মাণে আধুনিক, পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব মহানগরী গড়ার অঙ্গীকার করেন। আধুনিক কৃষিভিত্তিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
হাতি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে থাকা এই স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ‘আমি রংপুরের সন্তান হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য অত্যাধুনিক নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর বেকার সমস্যা সমাধানে আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে ইশতেহারের আলোকে নগরীতে বিকল্প রাস্তা, ফ্লাইওভার ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ করে যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করব। ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে বেকার যুবক-যুবতীদের অনলাইন প্ল্যাটফর্মে আয়ের ব্যবস্থা করব।’
সংবাদ সম্মেলনে লতিফুর রহমান আরও বলেন, ‘নির্বাচিত হলে নগরীর শ্যামাসুন্দরী খাল, চিকলী বিল, নাচনিয়ার বিল, কুকরুল কেডি ক্যানেলসহ বর্ধিত ওয়ার্ড বেষ্টিত ঘাঘট নদকে ঘিরে পরিকল্পনা গ্রহণ এবং হাটবাজারগুলো আধুনিকায়ন করা হবে। সিনিয়র সিটিজেনদের জন্য অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি, পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্যাস-সংযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম আসিফুল ইসলাম, দিলীপ ঘোষ, মুহিদ ইবনে ফেরদৌস শান্ত, খোকন সরকার প্রমুখ।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন কোটি টাকার ইলিশ কেনাবেচা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
৩ মিনিট আগেকলেজটির শিক্ষক ও কর্মচারীরা জানান, অধ্যক্ষ মজিবল হায়দার চৌধুরী কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি কলেজ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে রাত্রিযাপনসহ বসবাস করেন। সেখানে তাঁর জন্য বিছানা ও আসবাবপত্র রাখা হয়েছে। অথচ তিনি সরকারি বেতনের সঙ্গে প্রায় ২৪ হাজার টাকার বেশি বাসাভাড়া ভোগ করছেন।
২৩ মিনিট আগেজাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০ জন ‘জুলাই যোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
৪০ মিনিট আগেঅ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যারা ‘জুলাই বিপ্লবে’ অপরাধের সঙ্গে জড়িত, সরকার তাদের বিচারের জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জিয়া সাইবার ফোর্স’ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য
৪৪ মিনিট আগে