ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও লোডশেডিং নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় আমানুল্লাহ আমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আজ ভোরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লিপাড়ায় নিজ বাড়ি থেকে আমানকে গ্রেপ্তার করে পুলিশ। আমান ওই এলাকার পল্লিচিকিৎসক আবু তালেবের ছেলে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান। তিনি বলেন, ‘আমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান। পরে অভিযান চালিয়ে মামলার আসামি আমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, আমান নিজের ফেসবুকে গতকাল প্রধানমন্ত্রী, সরকারদলীয় নেতাদেরসহ বিদ্যুতের লোডশেডিং নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এটি ছড়িয়ে পড়লে অনেকেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয় এজাহারে। তাই দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলাটি দায়ের করেন ওই আওয়ামী লীগ নেতা।
মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘এর আগেও কটূক্তিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে দেন আসামি আমান। তিনি অপপ্রচার ও অশালীন মন্তব্য করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চান। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও লোডশেডিং নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় আমানুল্লাহ আমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আজ ভোরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লিপাড়ায় নিজ বাড়ি থেকে আমানকে গ্রেপ্তার করে পুলিশ। আমান ওই এলাকার পল্লিচিকিৎসক আবু তালেবের ছেলে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান। তিনি বলেন, ‘আমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান। পরে অভিযান চালিয়ে মামলার আসামি আমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, আমান নিজের ফেসবুকে গতকাল প্রধানমন্ত্রী, সরকারদলীয় নেতাদেরসহ বিদ্যুতের লোডশেডিং নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এটি ছড়িয়ে পড়লে অনেকেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয় এজাহারে। তাই দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলাটি দায়ের করেন ওই আওয়ামী লীগ নেতা।
মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘এর আগেও কটূক্তিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে দেন আসামি আমান। তিনি অপপ্রচার ও অশালীন মন্তব্য করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চান। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
নরসিংদীতে নিজের ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধারের পর প্রায় ৬ কিলোমিটার দূরে পাওয়া গেছে তাঁর পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ। নিহত দম্পতি হলেন সদর উপজেলার বালুসাইর গ্রামের রাজু মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মানছুরা বেগম (৩৮)। গতকাল শুক্রবার রাতে ঘরে মানছুরার ও আজ শনিবার সকালে বাবুরহাটে রাজ
৮ মিনিট আগেকুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূকে ধর্ষণের পাশাপাশি চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়েছে তারা। যাওয়ার সময় ঘরের জামাকাপড় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
১৬ মিনিট আগেকাভার্ড ভ্যান চুরি করে সেটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে চোর চক্র। ওই চক্রের তিন সদস্যকে শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানের অংশবিশেষ।
৩১ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও চাকরিচ্যুতির মাধ্যমে একটি ‘দলদাস আমলাতন্ত্র’ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা
৩৩ মিনিট আগে