Ajker Patrika

আবু সাঈদ হত্যাকাণ্ড, অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

রংপুর প্রতিনিধি
আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল। ছবি: আজকের পত্রিকা
আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল। ছবি: আজকের পত্রিকা

জুলাই-২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডির এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন (রুম ৩০২), এস এম লাবু ইসলাম (রুম ৩০৩), ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মো. মেহেদী হাসান মিরাজ (রুম ৩০৩) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সেজান আহম্মেদ ওরফে আরিফ (রুম ৬০৫)। বহিষ্কৃতরা প্রত্যেকে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভা, ৫ নভেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত এবং চলতি বছরের ২০ মার্চ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের আলোচ্যসূচি: ৫-এর সিদ্ধান্তে শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ এবং ১০ মার্চ অনুষ্ঠিত প্রভোস্ট বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই চারজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জুলাই ’২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত চার শিক্ষার্থীকে শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল প্রভোস্টের সিদ্ধান্তক্রমে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ অনুসারে কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি সময় হলে অনুপস্থিত থাকলে তাঁর সিট অটোমেটিক বাতিল হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত