Ajker Patrika

ব্রহ্মপুত্রে নৌকা থেকে ঢলে পড়ে অসুস্থ তরুণ নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থলে নদীর স্রোত বেশি থাকায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

নিখোঁজ কামরুল ইসলামের (১৮) বাড়ি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডী গ্রামে। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে। কামরুল ইসলাম পেশায় কৃষি কাজ করতেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হরিচণ্ডী ঘাট থেকে ৩০–৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বালাসীঘাটে আসছিল। এ সময় নৌকাটি কাউয়া বাধা এলাকায় আসলে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে কামরুল ইসলাম নিখোঁজ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে তাঁরা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। 

কামরুল ইসলামের মামা নুরুন্নবী মিয়া বলেন, ‘কামরুলের সঙ্গে নৌকায় ছিলাম। কিন্তু হঠাৎ করে কামরুল নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। কামরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিল। গাইবান্ধা শহরে ডাক্তার দেখানোর জন্য নৌকা যোগে বাড়ি থেকে বালাসীঘাটে আসার পথেই এ দুর্ঘটনা ঘটে।’ 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া বলেন, কামরুলকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫–২০ ফুট গভীরতা রয়েছে। সেই সঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে। 

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্রোতের পানিতে মরদেহ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তাঁকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত