Ajker Patrika

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি
বিরল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার করার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত
বিরল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার করার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলা করে উভয়কে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান সরকার আজকের পত্রিকাকে এসব কথা নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিরল উপজেলার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেব শর্মার ছেলে মানিক (২২) এবং একই উপজেলার রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের সুনিলের মেয়ে গোলাপি (২০)।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সংকোবাণী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি।

বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের সংকোবাণী সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি টহল দল দুজনকে আটক করে। আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই করে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়। তাঁদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত