Ajker Patrika

নদী পারাপারের সময় নিখোঁজ ২ দিনমজুর, একজনের লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
নদী পারাপারের সময় নিখোঁজ ২ দিনমজুর, একজনের লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বেলান নদী সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে দুই দিনমজুর নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। 

আজ শনিবার দুপুরে উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড়ে বেলান নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ব্যক্তি হলেন—ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫)। মারা যাওয়া ব্যক্তির নাম বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। তিনি একই এলাকার তরুণী রায়ের ছেলে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরি করতে আজ শনিবারও কাজে গিয়েছিলেন বঙ্ক ও জয়ন্ত। কাজের শেষে ফেরার পথে দুজনে রাবারড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এদিন সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘ডুবুরি টিমের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের মরদেহ উদ্ধারে জন্য আমরা যৌথভাবে উদ্ধার কাজ করছি।’ 

ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, রাতে উদ্ধার কাজে সমস্যা হওয়ায় আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় ডুবুরি দল নিখোঁজ অপরজনকে উদ্ধারে চেষ্টা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত