Ajker Patrika

কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সৈয়দপুর ও দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮: ০৭
কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার মৃত শামসাদের ছেলে শাহীন হোসেন (৩৫) ও রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মৃত মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন (৩৪)। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজন মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে দশমাইল-পঞ্চগড় সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে তাঁরা। ঘটনাস্থলেই মারা যান ওই দুই আরোহী। 

এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত