Ajker Patrika

৩ ফুট উচ্চতার কারণে চাকরি পাননি পীরগাছার ইশরাত, লড়ছেন নির্বাচনে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ০৯: ৪২
৩ ফুট উচ্চতার কারণে চাকরি পাননি পীরগাছার ইশরাত, লড়ছেন নির্বাচনে

ইশরাত জাহান সুইটি। শারীরিক উচ্চতা তিন ফুট হওয়ায় চাকরি পাননি তিনি। সেই ইশরাত এখন রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই পদে উপজেলায় অন্য পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচনী প্রচারণায় সাড়া ফেলেছেন তিনি।

রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন সুইটি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলায় ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে প্রজাপতি প্রতীক নিয়ে লড়ছেন ইশরাত। অনেক দিন ধরে বিন্দু রক্তদান সমাজসেবা সংগঠনের নেত্রী হিসেবে গরিব-অসহায় মানুষের জন্য কাজ করছেন ইশরাত।

ব্যক্তিগত জীবনে ইশরাত এক সন্তানের মা। তাঁর স্বামী ফারুক আহম্মেদ বিন্দু রক্তদান সমাজসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন।

বিন্দু রক্তদান সমাজসেবা সূত্রে জানা গেছে, এই সংগঠনের পক্ষ থেকে পীরগাছা উপজেলায় ১০ হাজারের বেশি অসহায় মানুষকে বিনা মূল্যে রক্তদান করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন শতাধিক ক্যাম্পেইন করে প্রায় ১৫ হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাচনের প্রচারণায় ইশরাত জাহান সুইটি। ছবি: আজকের পত্রিকাসরেজমিনে জানা গেছে, ইশরাত প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে জিতলে নিজের পরিকল্পনার কথা জানাচ্ছেন ভোটারদেরকে ইশরাত। অনেকে তাঁকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচনের প্রচারণায় ইশরাত জাহান সুইটি। ছবি: আজকের পত্রিকাস্থানীয় অনেকে জানান, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করায় উপজেলায় সাধারণ মানুষের মধ্যে ইশরাতের জনপ্রিয়তা বেড়েছে। তাঁকে অনেকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

ইশরাত জাহান সুইটি বলেন, ‘আমি শিক্ষিত মেয়ে। অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। কিন্তু উচ্চতার পরিমাপে কেউ আমার পাশে দাঁড়ায়নি। যেহেতু সমাজের মানুষের জন্য কাজ করি, তাই অবহেলিত মানুষের পাশে থাকার জন্য নির্বাচনে লড়ছি। আপনারা দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত