Ajker Patrika

রেলস্টেশনে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
রেলস্টেশনে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড

কুড়িগ্রাম রেলস্টেশনে বসে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে আটক করা হয়। 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কামার পাড়ার নাহিদ হাসান (২০), কালে ডাক্তার পাড়ার রিয়াদুজ্জামান স্বচ্ছ (২১), নাজিরা ব্যাপারীপাড়ার মিহাদ (২৬) এবং একই এলাকার সাদ (২২)। তারা সবাই শিক্ষার্থী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে দুইজন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার তরুণকে আটক করা হয়। 

এ সময় একজনের পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে তাঁরা মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, সাজা দেওয়ার পর ওই চার তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত