Ajker Patrika

টাকার অভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জে আর্থিক অনটনে প্রতিবন্ধী দিনমজুরের মেয়ে শারমিন আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। পাবনা মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশায় ভুগছেন ওই শিক্ষার্থী।

জানা গেছে, শারমিন আক্তার ২০২১-২২ সালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৮১তম স্থান লাভ করেন। এর আগে তিনি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৩ সালে ৫ম শ্রেণিতে জিপিএ-৫, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হতে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারি কলেজহতে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ পান।

শিক্ষার্থী শারমিন আক্তার জানান, তাঁর বাবা শহিদুল ইসলাম প্রতিবন্ধী দিনমজুর, মা গৃহিণী, ভাই রাজমিস্ত্রি কাজ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই-বোনেরা বিয়ের পর আলাদা সংসার নিয়ে আছেন।

প্রতিবন্ধী বাবা শহিদুল ইসলাম মেয়ের ভর্তি ও পড়ালেখায় আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ছোট থেকে সে মেধাবী ও ভদ্র। কষ্টে মানুষ হওয়ায় সে জীবনের মূল্য বুঝবে। ডাক্তার হলে সে গরিবের জন্য কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত