Ajker Patrika

পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ দুই যুবক আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আটক দুই যুবক। ছবি: সংগৃহীত
আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রীছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাঁদের আটক করে।

আটক দুই যুবক হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তার মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজীব (২২)।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই নাজমুল হক আজকের পত্রিকাকে জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত