Ajker Patrika

পার্বতীপুরে থানা হাজতের গ্রিল ভেঙে আসামি পলায়ন

দিনাজপুর প্রতিনিধি
পার্বতীপুরে থানা হাজতের গ্রিল ভেঙে আসামি পলায়ন

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে ওয়ারেন্টভুক্ত এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসার কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। 

পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, একজন ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই আসামি মোকারুল ইসলামকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে ফেলে কৌশলে পালিয়ে যায় আসামি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামানকে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে পুলিশের উপ-সহকারী পরিদর্শক কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ক্লোজ করার বিষয়টি নিশ্চিত না, তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

ঘটনা জানতে পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফরকে ফোন করা হলে তিনি ব্যস্ত রয়েছেন পরে কথা বলবেন বলে জানান।

ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত