Ajker Patrika

রমেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারী কারাগারে কারাবন্দী মমিনুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মমিনুর ইসলাম জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলাকার বাসিন্দা। গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, ৭ জানুয়ারি মমিনুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি রমেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মমিনুর ইসলাম মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত