Ajker Patrika

কুড়িগ্রাম-৪: জাতীয় পার্টির বাবলু ও স্বতন্ত্র প্রার্থী বঙ্গবাসীর ভোট বর্জন  

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭: ১৮
কুড়িগ্রাম-৪: জাতীয় পার্টির বাবলু ও স্বতন্ত্র প্রার্থী বঙ্গবাসীর ভোট বর্জন  

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিপ্লব হাসান পলাশের বিরুদ্ধে জাল ভোট ও অনিয়মের তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাইফুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী। 

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে রৌমারীর যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে নিজ বাড়িতে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী এবং সদর ইউনিয়নের কোনাচীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সাইফুর রহমান বাবলু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। 

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বঙ্গবাসী দাবি করেন, ‘জননেত্রী শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। সে মোতাবেক সবই ঠিক ছিল। কিন্তু আজ ভোটের দিন দুপুর থেকে নৌকার প্রার্থী বাইরে থেকে আনা ছাত্রদের কেন্দ্রে নিয়ে গিয়ে আমার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া শুরু করেন। ডিসি, এসপি ও র‍্যাবকে বলেও কোনো প্রতিকার পাইনি। তারা শুধু বলেছেন, দেখতেছি। যেহেতু তাঁরা কারচুপি করছে, এ জন্য আমি এই ভোট বর্জন করলাম।’ 

একই দাবি তুলে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। 

এদিকে একই অভিযোগে ভোট বর্জন করেছেন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুর রহমান বাবলু। নিজ বাসভবন থেকে দেওয়া ঘোষণায় তিনি বলেন, ‘আমি দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করি। নির্বাচনটা প্রহসনের হবে ভাবতে পারি নাই। ভোট শুরু হওয়ার পর থেকে শুরু হয় জালভোট। আমার কাছে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসে যে ছোট-ছোট ছেলেরা জাল ভোট দিচ্ছে। যেখানে যেভাবে পারছে সিল মেরে নিচ্ছে। তাই আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ 

তবে এই দুই প্রার্থীর দাবির বিষয়টি নাকচ করেছেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ হাসান খান। তিনি বলেন, ‘এখানে জাল ভোট বা অনিয়মের কোনো সুযোগ ছিল না। তারা (ভোট বর্জন ঘোষণা দেওয়া দুই প্রার্থী) যখন যে কেন্দ্রের বিষয়ে জানিয়েছেন আমরা সেখানে মুভ করেছি। আমরা সত্যতা পাইনি। এমনকি তাদের এজেন্টদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত