Ajker Patrika

হাতকড়াসহ হাসপাতালে গান গাইলেন যুবক, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪৩
হাতকড়া হাতে বসে আছেন যুবক। ছবি: আজকের পত্রিকা
হাতকড়া হাতে বসে আছেন যুবক। ছবি: আজকের পত্রিকা

হাতকড়া হাতে হাসপাতালের জরুরি বিভাগের চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। গাইছেন গান। সেই ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিন হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটো ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর মারধর করে পুলিশে দেন এলাকাবাসী। পরে হাতকড়া পরিয়ে তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা-পুলিশ।

ওই যুবকের নাম মো. মিলন মিয়া (২২)। তিনি উপজেলার সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মহসীন ব্যাপারীর ছেলে।

ভিডিওটিতে দেখা গেছে, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক কর্মকর্তার কক্ষে চেয়ারে বসা ওই ব্যক্তি। হাতকড়া পরা অবস্থায় গান গাইছেন তিনি। সেখানে উপস্থিত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য গান শুনছেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত