গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে নির্বাচন কমিশন ভবনে আটক হন এক রোহিঙ্গা যুবক। সঙ্গে তাঁকে যাবতীয় বিষয়ে সহযোগিতাকারী স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন। গতকাল রোববার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে গেলে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের নাম মো. নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম মোছা. ইশারত ফাতেমা।
তাঁর সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ দ্বীপদ উজ্জল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজি তরফ কামাল গ্রামের (এলাকার কোড নম্বর-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে তাঁর কার্যালয়ে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্মা বেগম উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ তৈরি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তাঁর সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে।’
গাইবান্ধার সাদুল্যাপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে নির্বাচন কমিশন ভবনে আটক হন এক রোহিঙ্গা যুবক। সঙ্গে তাঁকে যাবতীয় বিষয়ে সহযোগিতাকারী স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন। গতকাল রোববার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে গেলে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের নাম মো. নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম মোছা. ইশারত ফাতেমা।
তাঁর সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ দ্বীপদ উজ্জল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজি তরফ কামাল গ্রামের (এলাকার কোড নম্বর-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে তাঁর কার্যালয়ে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্মা বেগম উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ তৈরি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তাঁর সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে।’
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩৫ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে