Ajker Patrika

ট্রেন চললেও যাত্রী সংকটে চলেনি দূরপাল্লার বাস

রংপুর প্রতিনিধি
ট্রেন চললেও যাত্রী সংকটে চলেনি দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে রংপুর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল। আজ মঙ্গলবার বুড়িমারি লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেল স্টেশন ছেড়ে গেছে। তবে কাউন্টার খোলা থাকলেও যাত্রী সংকটে চলেনি বাস।

পরিবহন শ্রমিক ও মালিকেরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। সকাল থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু অবরোধের কারণে যাত্রী সংকট। তাই বাস ছাড়া হচ্ছে না। যাত্রী না থাকায় বাস কাউন্টারের লোকজনদের অলস সময় কাটাতে হচ্ছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, যাত্রী পেলে গাড়ি চলাচল করবে। কিন্তু যাত্রী পাচ্ছে না, বাসগুলো ফলে টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার ও আন্তজেলা বাস।

রংপুর রেলওয়ে স্টেশন সুপার শংকর গাঙ্গুলী বলেন, সকাল থেকে সঠিক সময়ে প্রতিটি ট্রেন রংপুর স্টেশন ছেড়ে গেছে। এ সময় যাত্রীদের কোনো সমস্যা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে বাস না চললেও যাত্রীদের ঝুঁকি এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশায় গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকাল ৬টা থেকে অবরোধ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত