Ajker Patrika

খানসামায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, দিনাজপুর
খানসামায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। আজ বুধবার বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠান। অভিযুক্ত জিতেন একই এলাকার মংগুলু চন্দ্র রায়ের ছেলে। 

গত শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ভুক্তভোগীর নিজ বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের অর্জুনপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী দিয়ে আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই অভিযুক্ত জিতেনকে গ্রেপ্তার হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিতেন রায় ভুক্তভোগীর বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কুপ্রস্তাব দেন। এ ছাড়া বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গোপনে বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়ে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার জানতে পেরে জিতেনকে বললে তিনি ওদের ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া ভুক্তভোগী ও তার মা'কে হত্যার হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল ৫টায় তার মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীর শয়নকক্ষে ধর্ষণ করেন। এ সময় তরুণীর মা বাড়িতে আসেন। জিতেন সেটি টের পেয়ে কৌশলে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। 

ভুক্তভোগীর মা জানান, তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত জঘন্যতম একটি অপরাধ করেছে। এটির উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, ধর্ষক জিতেন রায়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত