Ajker Patrika

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

লালমনিরহাট প্রতিনিধি
বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

লালমনিরহাটে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহেদুল ইসলাম (৩০), হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেকে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু (৪৫) ও টংভাঙ্গা এলাকার যুবলীগ কর্মী সফিকুল ইসলাম (৫৫)। 

ওসি মাহমুদুন্নবী বলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদালতে ৫৪ জনের নামসহ অজ্ঞাত প্রায় ২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল। আদালতের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। 

এ মামলায় অজ্ঞাতদের তালিকার অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও সফিকুল ইসলামকে গতকাল বুধবার রাতে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুরের মামলায় এই প্রথম ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত