Ajker Patrika

বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের সংবাদ সম্মেলন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৫: ৪২
বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের সংবাদ সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রামে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন। 

বক্তব্যে বলা হয়, সংগঠনটির কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সরদাররা জোর করে এটি পরিচালনা করছেন। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। 

সরদারদের একটি গ্রুপ একাধিক সংগঠনের নামে অবৈধভাবে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গরমিল করে। সরদারদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও ন্যায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকেরা গত ৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করেন। 

এতে আরও বলা হয়, এই আন্দোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরদাররা শ্রমিকদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন ও ষড়যন্ত্র করছেন। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়। 

সংবাদ সম্মেলনে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়। 

এ সময় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত