ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আলুচাষিরা এখন চরম সংকটে পড়েছেন। বাজারে আলুর দাম কমেছে। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে জেলার ১৭টি হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ করছেন চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পর মাঠ আলু পড়ে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। কৃষকেরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ৮ থেকে ১১ টাকায় বিক্রি করছেন, যা তাঁদের উৎপাদন খরচের অর্ধেকের কম। কৃষকেরা বলছেন, এভাবে আলু বিক্রি করে তাঁদের কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের অভিযোগ, এ বছর আলু উৎপাদনে খরচ অনেক বেড়েছে। মৌসুমের শুরুতে বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সদর উপজেলার কচুবাড়ি এলাকার আলুচাষি হাসান আলী, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কৃষক জানান, আগে তাঁরা হিমাগারে এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখতেন, এতে তাঁদের ২৮০ টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন হিমাগারের মালিকেরা বলছেন, এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না এবং প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা ভাড়া দিতে হবে।
সালান্দর এলাকার কৃষক অহিদুল ও মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর তাঁরা এক বস্তায় ৮০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৭০ থেকে ২৮০ টাকা ভাড়া দিতেন, এ বছর ৫০ কেজির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তাঁরা মনে করেন, হিমাগারের মালিকেরা পরিকল্পিতভাবে ভাড়া বাড়িয়েছেন, যাতে কৃষকেরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।
ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওপর থেকে নির্দেশ না এলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে আজকের পত্রিকাকে বলেন, এ বছর বিদ্যুতের খরচ, শ্রমিকের খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে। এ ছাড়া ব্যাংকের সুদের হার ৯ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এসব কারণে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ অনেক বেড়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা জানান, তিনি আলুচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে।
ঠাকুরগাঁওয়ে আলুচাষিরা এখন চরম সংকটে পড়েছেন। বাজারে আলুর দাম কমেছে। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে জেলার ১৭টি হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ করছেন চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পর মাঠ আলু পড়ে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। কৃষকেরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ৮ থেকে ১১ টাকায় বিক্রি করছেন, যা তাঁদের উৎপাদন খরচের অর্ধেকের কম। কৃষকেরা বলছেন, এভাবে আলু বিক্রি করে তাঁদের কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের অভিযোগ, এ বছর আলু উৎপাদনে খরচ অনেক বেড়েছে। মৌসুমের শুরুতে বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সদর উপজেলার কচুবাড়ি এলাকার আলুচাষি হাসান আলী, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কৃষক জানান, আগে তাঁরা হিমাগারে এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখতেন, এতে তাঁদের ২৮০ টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন হিমাগারের মালিকেরা বলছেন, এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না এবং প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা ভাড়া দিতে হবে।
সালান্দর এলাকার কৃষক অহিদুল ও মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর তাঁরা এক বস্তায় ৮০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৭০ থেকে ২৮০ টাকা ভাড়া দিতেন, এ বছর ৫০ কেজির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তাঁরা মনে করেন, হিমাগারের মালিকেরা পরিকল্পিতভাবে ভাড়া বাড়িয়েছেন, যাতে কৃষকেরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।
ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওপর থেকে নির্দেশ না এলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে আজকের পত্রিকাকে বলেন, এ বছর বিদ্যুতের খরচ, শ্রমিকের খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে। এ ছাড়া ব্যাংকের সুদের হার ৯ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এসব কারণে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ অনেক বেড়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা জানান, তিনি আলুচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে