মোমেনুর রশিদ সাগর, পলাশবাড়ী (গাইবান্ধা)
মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর চাষ হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। গাইবান্ধা সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামে এই খেজুরের চাষ হচ্ছে।
আজওয়া ছাড়াও মরিয়ম, খোরমা, বরই, বারিহীসহ নানা জাতের খেজুরের চাষ করছেন ওই গ্রামের জাহিদুল ইসলাম (৫০) নামের এক কৃষক। স্ত্রীর নামে বাগানের নাম দিয়েছেন ‘নার্গিস নার্সারি’। জাহিদুলের দাবি, রংপুর বিভাগে তিনিই প্রথম এই খেজুর চাষ করছেন।
শুধু খেজুরই নয়, এই কৃষকের বাগানে চাষ হচ্ছে বিশ্বখ্যাত জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম কিং অব চাকাপাত, চাইনিজ চ্যাংমাই, আমেরিকান পালমার, ব্রুনাইয়ের ব্রুনাই কিংসহ নানা প্রজাতির আম।
এই দম্পতির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকে এই পেশায় জড়িয়ে পড়ছেন। ফলে তাঁর গ্রামটি এখন নার্সারি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এলাকার শতাধিক বিঘা জমিতে গড়ে উঠেছে ছোট-বড় প্রায় অর্ধশত নার্সারি। এতে হাজারো নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।
জাহিদুলের বাগানে সৌদি খেজুর আর জাপানি আম দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় করছে মানুষ। কেউ আসছেন বাগান দেখতে, আবার কেউ আম বা খেজুর কিনতে।
জাহিদুল বলেন, আড়াই যুগেরও বেশি সময় ধরে তিনি নানা প্রকার ফলের চারা ও ফল উৎপাদন করে আসছেন। ১০ বছর আগে বাজার থেকে কিনে আনা সৌদি আরবের খেজুর খেয়ে সেই বীজ সংরক্ষণ করেন। পরে সৌদি আরবে পবিত্র হজে গিয়ে খেজুরের চারা সংগ্রহ করে দেশে ফিরে তিন বিঘা জমিতে খেজুরের চাষ শুরু করেন।
তিনি জানান, শুরুটা ছিল ২০ শতক জমিতে বিভিন্ন জাতের ২০-২৫টি চারা দিয়ে। বর্তমানে তাঁর বাগানের পরিধি ছয় একর ছাড়িয়েছে। বিস্তীর্ণ এই জমিতে ২৪৯টি খেজুরগাছ রয়েছে। এ ছাড়া আমসহ ছোট-বড় সব মিলিয়ে বাগানে নানা জাতের ২ হাজারেও বেশি ফলের গাছ ও চারা রয়েছে।
জাহিদুল জানান, সাধারণত মাঘ মাস থেকে খেজুরগাছে মুকুল আসতে শুরু করে। চৈত্র মাস পর্যন্ত তা অব্যাহত থাকে। এ বছর তাঁর রোপিত গাছগুলোতে সন্তোষজনক পরিমাণে খেজুর ধরেছে।
এই কৃষক বলেন, শুরুতে বিশেষ পদ্ধতিতে বস্তার বেডে লাগানো চারাগুলোতে দীর্ঘ নয় বছরেও ফুল আসেনি। এরপর গত বছর তিনি ২৫০টি চারা তুলে মাটিতে নতুন করে রোপণ করেন। এরপর গাছগুলোতে ফুল-ফল আসা শুরু করে। পাশাপাশি প্রায় সব গাছের গোড়া থেকেই একাধিক পার্শ্ব চারা বের হয়।
জাহিদুল বলেন, ‘বর্তমানে পার্শ্ব চারাগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়েছে। আমি আশাবাদী, বীজের চারার চেয়ে এসব পার্শ্ব চারায় নিশ্চিতভাবে আরও বেশি খেজুর ফলবে।’ এসব চারা ও ফল বিক্রি করে প্রতিবছর ১০-১২ লাখ টাকা আয় করছেন বলে জানান জাহিদুল।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ আজকের পত্রিকা’কে বলেন, ‘জাহিদুল ইসলাম একজন সফল ও আদর্শ চাষি। তিনি নানাবিধ ফলের পাশাপাশি বিদেশি খেজুর ও আম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকেই নার্সারি পেশায় জড়িয়ে পড়ছেন। তাঁকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।’
মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর চাষ হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। গাইবান্ধা সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামে এই খেজুরের চাষ হচ্ছে।
আজওয়া ছাড়াও মরিয়ম, খোরমা, বরই, বারিহীসহ নানা জাতের খেজুরের চাষ করছেন ওই গ্রামের জাহিদুল ইসলাম (৫০) নামের এক কৃষক। স্ত্রীর নামে বাগানের নাম দিয়েছেন ‘নার্গিস নার্সারি’। জাহিদুলের দাবি, রংপুর বিভাগে তিনিই প্রথম এই খেজুর চাষ করছেন।
শুধু খেজুরই নয়, এই কৃষকের বাগানে চাষ হচ্ছে বিশ্বখ্যাত জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম কিং অব চাকাপাত, চাইনিজ চ্যাংমাই, আমেরিকান পালমার, ব্রুনাইয়ের ব্রুনাই কিংসহ নানা প্রজাতির আম।
এই দম্পতির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকে এই পেশায় জড়িয়ে পড়ছেন। ফলে তাঁর গ্রামটি এখন নার্সারি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এলাকার শতাধিক বিঘা জমিতে গড়ে উঠেছে ছোট-বড় প্রায় অর্ধশত নার্সারি। এতে হাজারো নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।
জাহিদুলের বাগানে সৌদি খেজুর আর জাপানি আম দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় করছে মানুষ। কেউ আসছেন বাগান দেখতে, আবার কেউ আম বা খেজুর কিনতে।
জাহিদুল বলেন, আড়াই যুগেরও বেশি সময় ধরে তিনি নানা প্রকার ফলের চারা ও ফল উৎপাদন করে আসছেন। ১০ বছর আগে বাজার থেকে কিনে আনা সৌদি আরবের খেজুর খেয়ে সেই বীজ সংরক্ষণ করেন। পরে সৌদি আরবে পবিত্র হজে গিয়ে খেজুরের চারা সংগ্রহ করে দেশে ফিরে তিন বিঘা জমিতে খেজুরের চাষ শুরু করেন।
তিনি জানান, শুরুটা ছিল ২০ শতক জমিতে বিভিন্ন জাতের ২০-২৫টি চারা দিয়ে। বর্তমানে তাঁর বাগানের পরিধি ছয় একর ছাড়িয়েছে। বিস্তীর্ণ এই জমিতে ২৪৯টি খেজুরগাছ রয়েছে। এ ছাড়া আমসহ ছোট-বড় সব মিলিয়ে বাগানে নানা জাতের ২ হাজারেও বেশি ফলের গাছ ও চারা রয়েছে।
জাহিদুল জানান, সাধারণত মাঘ মাস থেকে খেজুরগাছে মুকুল আসতে শুরু করে। চৈত্র মাস পর্যন্ত তা অব্যাহত থাকে। এ বছর তাঁর রোপিত গাছগুলোতে সন্তোষজনক পরিমাণে খেজুর ধরেছে।
এই কৃষক বলেন, শুরুতে বিশেষ পদ্ধতিতে বস্তার বেডে লাগানো চারাগুলোতে দীর্ঘ নয় বছরেও ফুল আসেনি। এরপর গত বছর তিনি ২৫০টি চারা তুলে মাটিতে নতুন করে রোপণ করেন। এরপর গাছগুলোতে ফুল-ফল আসা শুরু করে। পাশাপাশি প্রায় সব গাছের গোড়া থেকেই একাধিক পার্শ্ব চারা বের হয়।
জাহিদুল বলেন, ‘বর্তমানে পার্শ্ব চারাগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়েছে। আমি আশাবাদী, বীজের চারার চেয়ে এসব পার্শ্ব চারায় নিশ্চিতভাবে আরও বেশি খেজুর ফলবে।’ এসব চারা ও ফল বিক্রি করে প্রতিবছর ১০-১২ লাখ টাকা আয় করছেন বলে জানান জাহিদুল।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ আজকের পত্রিকা’কে বলেন, ‘জাহিদুল ইসলাম একজন সফল ও আদর্শ চাষি। তিনি নানাবিধ ফলের পাশাপাশি বিদেশি খেজুর ও আম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকেই নার্সারি পেশায় জড়িয়ে পড়ছেন। তাঁকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।’
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
২৫ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
৩০ মিনিট আগে