Ajker Patrika

কিশোরগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১: ০৮
কিশোরগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আবু সাঈদ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আবু সাঈদ কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া এলাকার জবান উদ্দিনের ছেলে। আবু সাঈদের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘মরদেহ থানায় আছে। অপমৃত্যুর মামলা হয়েছে।’ 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাইদ গতকাল বিকেলে হঠাৎ প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকার শরিফুল ইসলামের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের স্বজনেরা জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আবু সাইদ একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। তিনি মানসিক রোগে ভুগছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত