Ajker Patrika

বিরামপুরে ঈদের সেমাই কিনতে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৪, ১৯: ৫১
বিরামপুরে ঈদের সেমাই কিনতে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

দিনাজপুরের বিরামপুরে ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে অটোরিকশায় পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ-বিরামপুর সড়কের দিওড় বটতলী এলাকার মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে অটোচালক এনামুল হক (৪২)। 

বিরামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, আজ সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোরিকশায় বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজাদ ও অটোচালক এনামুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা পারভীন বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। তাঁদের দুজনের মাথায় আঘাত লেগেছে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়কে পিকআপে ধাক্কায় নিহত মুক্তিযোদ্ধাসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামে তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত