Ajker Patrika

ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে ভ্যানকে বাসের চাপা, নানি-নাতনি নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২১: ১৬
ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে ভ্যানকে বাসের চাপা, নানি-নাতনি নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে একটি ভ্যানকে চাপা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে ভ্যানের আরোহী একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশুসহ আরও দুই নারী। 

আজ সোমবার বেলা ১টার দিকে বিরামপুর-নাজপুর সড়কের হরিপাড়া-বলগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মণের মেয়ে তিথি রানী (১৭) এবং বিজয় চন্দ্র বর্মণের স্ত্রী রতন বালা (৫০)। তাঁরা সম্পর্কে দাদি-নাতনি। তিথি রানী কাঁচেরচড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

আহতরা হলেন একই পরিবারের অরুণ বালা (৪০), করুণা রানী (৫৫) এবং অপর্ণা রানী (৭)। তাঁরা সকলে ঘোড়াঘাট থেকে ভ্যানে করে নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে এক আত্মীয়র বাড়িতে বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার মুসল্লিসহ একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বাসটি বালুবোঝাই একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীবাহী একটি ভ্যানেও ধাক্কা দেয় বাসটি। ভ্যানে থাকা যাত্রীরা এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহতের পরিবারের সদস্য নির্মল চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘নাতনির বিয়েতে সকাল ১০টার সময় পরিবারের সদস্যরা নবাবগঞ্জে যাচ্ছিলাম। এ সময় বাসের ধাক্কায় আমরারা সবাই আহত হই। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি আমাদের পরিবারের দুজন মারা গেছে। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’ 
 
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার বলেন, ‘দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এসেছিলেন। এর মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক্টর ও ভ্যান আমাদের হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত