নীলফামারী প্রতিনিধি
বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। দিবস দুটি উপলক্ষে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ফুল আমদানি শুরু করেছেন। তাঁদের আশা, এবার জেলায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হবে। বাগানের মালিকেরাও ভালো দামের আশা করছেন।
সৈয়দপুর প্লাজার সাদিয়ানা ওয়েডিং ফ্লাওয়ার শপের মালিক আব্দুল সাজিদ আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০–৩০, থাই গোলাপ ২০–৪০, প্রতিটি ৬ টাকার রজনীগন্ধা ১৫, গ্লাডিওলাস ১৫–৩০, চন্দ্র মল্লিকা ৫–১০, প্রতি একশ গাঁদা ৭০–৮০, এক আঁটি জিপসি ফুল ৩০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নীলফামারী পৌর মার্কেটের ফুল উৎসব নামের দোকানের মালিক সোহেল আহমেদ বলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাগুনের দিন যতই ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণে ৪০ টাকার থাই গোলাপ ৮০-১০০,১০০ টাকার এক আঁটি জিপসি ১৪০-১৫০ এবং ৮০ টাকার প্রতি একশ গাঁদা ফুল ১৮০-২০০ টাকায় বিক্রি হতে পারে।
শহীদ ডা. জিকরুল হক সড়কের পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো বলেন, যশোর ও ঝিনাইদহ থেকে এখানকার ব্যবসায়ীরা ফুল আমদানি করেন। দুই দিবসে জেলায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ৩০টি দোকানে ফুল বিক্রি হবে। টার্গেট ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।
তিনি আমদানির পাশাপাশি নিজের চার বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। আশাতীত দাম পাওয়ায় তিনি খুশি।
ঝিনাইদহের কালিগঞ্জের পাইকারি ফুল ব্যবসায়ী রোহান পুষ্প বিতানের স্বত্বাধিকারী শামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাইকারি দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ফুল বিক্রি করতেন। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এখন প্রতিদিন ৫ থেকে ৮ লাখ টাকার ফুল বিক্রি করছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফুল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাগান গড়ে উঠেছে। ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে মাঠ পর্যায়েও কৃষি বিভাগের লোকজন কাজ করছে।
বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। দিবস দুটি উপলক্ষে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ফুল আমদানি শুরু করেছেন। তাঁদের আশা, এবার জেলায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হবে। বাগানের মালিকেরাও ভালো দামের আশা করছেন।
সৈয়দপুর প্লাজার সাদিয়ানা ওয়েডিং ফ্লাওয়ার শপের মালিক আব্দুল সাজিদ আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০–৩০, থাই গোলাপ ২০–৪০, প্রতিটি ৬ টাকার রজনীগন্ধা ১৫, গ্লাডিওলাস ১৫–৩০, চন্দ্র মল্লিকা ৫–১০, প্রতি একশ গাঁদা ৭০–৮০, এক আঁটি জিপসি ফুল ৩০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নীলফামারী পৌর মার্কেটের ফুল উৎসব নামের দোকানের মালিক সোহেল আহমেদ বলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাগুনের দিন যতই ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণে ৪০ টাকার থাই গোলাপ ৮০-১০০,১০০ টাকার এক আঁটি জিপসি ১৪০-১৫০ এবং ৮০ টাকার প্রতি একশ গাঁদা ফুল ১৮০-২০০ টাকায় বিক্রি হতে পারে।
শহীদ ডা. জিকরুল হক সড়কের পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো বলেন, যশোর ও ঝিনাইদহ থেকে এখানকার ব্যবসায়ীরা ফুল আমদানি করেন। দুই দিবসে জেলায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ৩০টি দোকানে ফুল বিক্রি হবে। টার্গেট ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।
তিনি আমদানির পাশাপাশি নিজের চার বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। আশাতীত দাম পাওয়ায় তিনি খুশি।
ঝিনাইদহের কালিগঞ্জের পাইকারি ফুল ব্যবসায়ী রোহান পুষ্প বিতানের স্বত্বাধিকারী শামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাইকারি দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ফুল বিক্রি করতেন। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এখন প্রতিদিন ৫ থেকে ৮ লাখ টাকার ফুল বিক্রি করছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফুল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাগান গড়ে উঠেছে। ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে মাঠ পর্যায়েও কৃষি বিভাগের লোকজন কাজ করছে।
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
১ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
৪ মিনিট আগেসমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার
৮ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
১০ মিনিট আগে