Ajker Patrika

বড় বিক্রির আশায় ফুলের পসরা নিয়ে নীলফামারীর ব্যবসায়ীরা

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৩
বড় বিক্রির আশায় ফুলের পসরা নিয়ে নীলফামারীর ব্যবসায়ীরা

বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। দিবস দুটি উপলক্ষে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ফুল আমদানি শুরু করেছেন। তাঁদের আশা, এবার জেলায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হবে। বাগানের মালিকেরাও ভালো দামের আশা করছেন। 

সৈয়দপুর প্লাজার সাদিয়ানা ওয়েডিং ফ্লাওয়ার শপের মালিক আব্দুল সাজিদ আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০–৩০, থাই গোলাপ ২০–৪০, প্রতিটি ৬ টাকার রজনীগন্ধা ১৫, গ্লাডিওলাস ১৫–৩০, চন্দ্র মল্লিকা ৫–১০, প্রতি একশ গাঁদা ৭০–৮০, এক আঁটি জিপসি ফুল ৩০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

নীলফামারী পৌর মার্কেটের ফুল উৎসব নামের দোকানের মালিক সোহেল আহমেদ বলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাগুনের দিন যতই ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণে ৪০ টাকার থাই গোলাপ ৮০-১০০,১০০ টাকার এক আঁটি জিপসি ১৪০-১৫০ এবং ৮০ টাকার প্রতি একশ গাঁদা ফুল ১৮০-২০০ টাকায় বিক্রি হতে পারে। 

শহীদ ডা. জিকরুল হক সড়কের পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো বলেন, যশোর ও ঝিনাইদহ থেকে এখানকার ব্যবসায়ীরা ফুল আমদানি করেন। দুই দিবসে জেলায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ৩০টি দোকানে ফুল বিক্রি হবে। টার্গেট ধরা হয়েছে অর্ধ কোটি টাকা। 

তিনি আমদানির পাশাপাশি নিজের চার বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। আশাতীত দাম পাওয়ায় তিনি খুশি। 

ঝিনাইদহের কালিগঞ্জের পাইকারি ফুল ব্যবসায়ী রোহান পুষ্প বিতানের স্বত্বাধিকারী শামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাইকারি দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ফুল বিক্রি করতেন। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এখন প্রতিদিন ৫ থেকে ৮ লাখ টাকার ফুল বিক্রি করছেন। 

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফুল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাগান গড়ে উঠেছে। ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে মাঠ পর্যায়েও কৃষি বিভাগের লোকজন কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত