আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)
‘গত বছর শেখ হাসিনা আপা হামার রংপুরত আসায় হামার তিস্তাপারের মানুষগুলার মনত খুব আশা ছিল। এবারের বাজেটে মনে হয় হামার তিস্তার নদী বান্দি দেবে হামার হাসিনা আপা। কিন্তু সবারগুলা মুখে মুখে শুনবার নাগছি, এবার নাকি হামার রংপুরের জন্য কোনো বাজেটই নাই।’
আজ শনিবার সকালে তিস্তা চরে বাদাম তোলার সময় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ৫০ বছর বয়সী বকুল মিয়া প্রস্তাবিত বাজেট নিয়ে এভাবেই ক্ষোভ আর হতাশা ঝাড়েন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরত শেখ হাসিনা আসি হামরা গঙ্গাচড়ার প্রায় সবগুলা গেছনো শেখ হাসিনার কথা শুনবার জন্য। তা যায়া হামার লাভ কী হইছে বাহে? এবার বাজেটের কথা শুনি হামারগুলার মন ভাঙি গেইছে। হামার রংপুরের নেতাগর সারা দিন খালি যে শেখ হাসিনা শেখ হাসিনা কয়া চিল্লায়, তা চিল্লি লাভ কী? সৌগে বেলে ভাটি অঞ্চলের জন্য বরাদ্দ দেছে হাসিনা, হামার জন্য বলে কিছুই নাই।’
সরেজমিনে তিস্তাপাড়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তাঁদের বড় আশা ছিল সরকার তিস্তা নদী শাসন করার ব্যবস্থা করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের তিস্তা নদীসহ কোনো খাতে বরাদ্দ না থাকায় চিন্তার ভাঁজ পড়েছে তিস্তাপারের মানুষের কপালে। তারা বলছে, ‘শেখ হাসিনা ভোটের আগে রংপুরত এসে আমাদের অনেক কথা বলে গেছেন। কিন্তু কোনো কথাই রাখলেন না। এই বাজেটই হামাদের মনে করিয়ে দেয়, আমাদের রংপুরের মানুষকে কতটা ভালোবাসেন তিনি।’
তিস্তার চর থেকে নৌকায় করে গরুর জন্য ঘাস নিয়ে ফেরার সময় কথা হয় কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা রফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা তো সরকারের কাছে কিছু চাই না। হামরা শুধু চাই তিস্তা নদীটা একনা শাসন। হামরা তিস্তাপারের মানুষ, কারও দয়া নিয়া বাঁচিবার চাই না। হামরা কাম করি খাওয়া শিখছি। শুধু হামারগুলার একটাই দুঃখ, এই তিস্তার ভাঙন।’
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তাপারের মানুষের মনে বড় একটা আশা ছিল যে, সরকার এবার তিস্তা নদী নিজ অর্থায়নে শাসন করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের কোনো খাতেই বরাদ্দ না থাকায় এই এলাকার মানুষ হতাশ। একসময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বৈষম্য ছিল, এই বাজেটে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তেমনটি হচ্ছে। আমাদের দাবি, যেহেতু এই বাজেট এখনো বাস্তবায়ন হয়নি, তাই দ্রুত এই বাজেট সংশোধন করে তিস্তা নদী শাসনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হোক।’
‘গত বছর শেখ হাসিনা আপা হামার রংপুরত আসায় হামার তিস্তাপারের মানুষগুলার মনত খুব আশা ছিল। এবারের বাজেটে মনে হয় হামার তিস্তার নদী বান্দি দেবে হামার হাসিনা আপা। কিন্তু সবারগুলা মুখে মুখে শুনবার নাগছি, এবার নাকি হামার রংপুরের জন্য কোনো বাজেটই নাই।’
আজ শনিবার সকালে তিস্তা চরে বাদাম তোলার সময় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ৫০ বছর বয়সী বকুল মিয়া প্রস্তাবিত বাজেট নিয়ে এভাবেই ক্ষোভ আর হতাশা ঝাড়েন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরত শেখ হাসিনা আসি হামরা গঙ্গাচড়ার প্রায় সবগুলা গেছনো শেখ হাসিনার কথা শুনবার জন্য। তা যায়া হামার লাভ কী হইছে বাহে? এবার বাজেটের কথা শুনি হামারগুলার মন ভাঙি গেইছে। হামার রংপুরের নেতাগর সারা দিন খালি যে শেখ হাসিনা শেখ হাসিনা কয়া চিল্লায়, তা চিল্লি লাভ কী? সৌগে বেলে ভাটি অঞ্চলের জন্য বরাদ্দ দেছে হাসিনা, হামার জন্য বলে কিছুই নাই।’
সরেজমিনে তিস্তাপাড়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তাঁদের বড় আশা ছিল সরকার তিস্তা নদী শাসন করার ব্যবস্থা করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের তিস্তা নদীসহ কোনো খাতে বরাদ্দ না থাকায় চিন্তার ভাঁজ পড়েছে তিস্তাপারের মানুষের কপালে। তারা বলছে, ‘শেখ হাসিনা ভোটের আগে রংপুরত এসে আমাদের অনেক কথা বলে গেছেন। কিন্তু কোনো কথাই রাখলেন না। এই বাজেটই হামাদের মনে করিয়ে দেয়, আমাদের রংপুরের মানুষকে কতটা ভালোবাসেন তিনি।’
তিস্তার চর থেকে নৌকায় করে গরুর জন্য ঘাস নিয়ে ফেরার সময় কথা হয় কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা রফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা তো সরকারের কাছে কিছু চাই না। হামরা শুধু চাই তিস্তা নদীটা একনা শাসন। হামরা তিস্তাপারের মানুষ, কারও দয়া নিয়া বাঁচিবার চাই না। হামরা কাম করি খাওয়া শিখছি। শুধু হামারগুলার একটাই দুঃখ, এই তিস্তার ভাঙন।’
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তাপারের মানুষের মনে বড় একটা আশা ছিল যে, সরকার এবার তিস্তা নদী নিজ অর্থায়নে শাসন করবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে উত্তরাঞ্চলের কোনো খাতেই বরাদ্দ না থাকায় এই এলাকার মানুষ হতাশ। একসময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বৈষম্য ছিল, এই বাজেটে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তেমনটি হচ্ছে। আমাদের দাবি, যেহেতু এই বাজেট এখনো বাস্তবায়ন হয়নি, তাই দ্রুত এই বাজেট সংশোধন করে তিস্তা নদী শাসনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হোক।’
বিস্ফোরক মামলায় গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতা হারুন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেরংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ধরে চলা এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি দোকানপাট, বসতঘরসহ স্থাপনা ভেঙে ফেলা হয়।
৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের (পিআইও) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫২ লাখ টাকা। দুজনকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কার্যালয় থেকে আটক করা
২২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ ও ছাত্র আহত-শহীদ হয়েছেন নতুন বাংলাদেশের জন্য—যেখানে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। মানুষ কথা বলতে গেলে পুলিশ হামলা চালাবে না, মত প্রকাশ করতে চাইলে লাঠিপেটা হবে না। অন্যায়ের প্রতিবাদ করতে
২৬ মিনিট আগে