Ajker Patrika

স্মার্ট ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসায় ২ ছাত্রীকে বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০২ মে ২০২৩, ২২: ৩৫
স্মার্ট ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসায় ২ ছাত্রীকে বহিষ্কার 

নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্ট ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় রাজশাহীতে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো বগুড়ার আব্দুল মান্নান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরজিনা জাহান ও বগুড়ার ভিকোনেরপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কুমারী শ্রাবন্তী রানি।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিষেধাজ্ঞা থাকলেও পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তাই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই দুজনকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত