শেরপুর (বগুড়া) প্রতিনিধি
চতুর্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন শিল্পী বেগম। তিনি শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী। এই পদে আরও চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া শেষ দিনে অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে পাঁচ ও ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জামাল সিরাজী, সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান, রুবেল আহমেদ ও জাকারিয়া তারেক বিদ্যুৎ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল বারি ডাবলু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, আওয়ামী লীগ নেতা বিধান কুমার ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও নূরে আলম সানি। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বগুড়া জেলা মহিলা লীগের সহসভাপতি ও শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগমসহ শিখা খাতুন, ফিরোজা খাতুন, মর্জিনা বিবি ও জাহেদা খাতুন ময়না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই নিজের প্রার্থিতাকে দোষের কিছু মনে করছেন না শিল্পী বেগম।
তিনি বলেন, ‘আমার প্রার্থিতার বিষয়ে স্থানীয় নেতারা অবগত আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান যেহেতু ছোট পদ, আশা করি দলের পক্ষ থেকে কোনো বাধা আসবে না।’
এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, ‘এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের প্রার্থিতার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আমি শিল্পী বেগমের প্রার্থিতার বিষয়ে জেনেছি। তিনি শেষ পর্যন্ত কী করেন এর জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৫ জুন।
চতুর্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন শিল্পী বেগম। তিনি শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী। এই পদে আরও চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া শেষ দিনে অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে পাঁচ ও ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জামাল সিরাজী, সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান, রুবেল আহমেদ ও জাকারিয়া তারেক বিদ্যুৎ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল বারি ডাবলু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, আওয়ামী লীগ নেতা বিধান কুমার ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও নূরে আলম সানি। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বগুড়া জেলা মহিলা লীগের সহসভাপতি ও শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগমসহ শিখা খাতুন, ফিরোজা খাতুন, মর্জিনা বিবি ও জাহেদা খাতুন ময়না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই নিজের প্রার্থিতাকে দোষের কিছু মনে করছেন না শিল্পী বেগম।
তিনি বলেন, ‘আমার প্রার্থিতার বিষয়ে স্থানীয় নেতারা অবগত আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান যেহেতু ছোট পদ, আশা করি দলের পক্ষ থেকে কোনো বাধা আসবে না।’
এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, ‘এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের প্রার্থিতার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আমি শিল্পী বেগমের প্রার্থিতার বিষয়ে জেনেছি। তিনি শেষ পর্যন্ত কী করেন এর জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৫ জুন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৩ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৩ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২০ মিনিট আগে