Ajker Patrika

লালপুরে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১: ৫৪
লালপুরে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

নিহত আমিরুল সরকার বড়াইগ্রামের হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে।

আহত ব্যক্তির নাম আসলাম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মধুবাড়ী নামক স্থানে ইটবোঝাই ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর আহত আসলাম উদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত