Ajker Patrika

সরকারি পুকুর নিয়ে মসজিদ কমিটি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার সংঘর্ষ, আহত ১১

জয়পুরহাট প্রতিনিধি
হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ব্যক্তিদের। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে নেওয়া হচ্ছে আহত ব্যক্তিদের। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর নিয়ে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আঁওড়া গুচ্ছগ্রামের হাটপুকুরিয়া উক্তিয়া জামে মসজিদের পাশে থাকা একটি পুকুর ঘিরে এ ঘটনা ঘটে। মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির পাশে থাকা একটি সরকারি পুকুর (স্থানীয়ভাবে চান্ডাল পুকুর নামে পরিচিত) ২০২৪ সালের গণ-অভ্যুত্থানপূর্ববর্তী সময়ে ইজারা নেন কালাই উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি সানোয়ার হোসেন ছানা। গত বছরের ৫ আগস্টের পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তিত হলে সানোয়ার হোসেন ছানা পুকুরটি ওই মসজিদ কমিটিকে রক্ষণাবেক্ষণ ও মাছ চাষের জন্য দেন। এর পর থেকেই পুকুরটি মসজিদ কমিটির তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ ও মাছ চাষে ব্যবহৃত হয়ে আসছে।

মসজিদ কমিটির দাবি, ওই পুকুর চাষাবাদের জন্য ডিসিআরসহ যাবতীয় আইনগত কাগজপত্র তাদের কাছে রয়েছে। তাই পুকুরটি তারা নিয়মিত সংস্কার ও চাষাবাদ করে আসছিল। তবে সম্প্রতি একই এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া হোসেন ওই পুকুর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। আজ বেলা ১১টার দিকে জাকারিয়া ও তাঁর অনুসারীরা পুকুরে জোরপূর্বক মাছ ছাড়তে গেলে গ্রামবাসী ও মসজিদ কমিটির সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হন অন্তত ১১ জন। এর মধ্যে ১০ জন গুরুতর আহত। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১০ জন হলেন মো. সাইদুল (৬২), মোছা. ববি আক্তার (৩০), মোছা. শিরিনা আক্তার (৩৫), মো. তাহেরুল ইসলাম (৩৫), মো. বিজয় (১৫), মোছা. জাহানারা (৩৫), শুকুর আলী (৫২), শিমু (১৭), রেজাউল করিম (৬০) ও শাহারুল ইসলাম (২৬)। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন রিনা খাতুন (২১) নামের একজন নারী।

আহত ববি আক্তার বলেন, ‘আমার পেটে দুটি অপারেশন হয়েছে। ওরা আমাকে পেটে লাথি মেরেছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে, মাথায়ও আঘাত করেছে।’

মসজিদ কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, ‘ওই পুকুরটির ডিসিআরসহ চাষাবাদের জন্য যাবতীয় আইনগত কাগজপত্র আমাদের কাছে আছে। এটি মসজিদের পবিত্র সম্পদ। গ্রামের মানুষের সহায়তায় আমরা এত দিন যত্ন করে পুকুরটি চাষ করেছি। হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুর দখলের চেষ্টা চলছে। আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোছা. নাইমা আক্তার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ কথাও বলতে পারছেন না। পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে অভ্যন্তরীণ ক্ষতির পরিমাণ কতটা।

এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফায়েল হাসান আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। আর বর্তমানে পরিস্থিতিও শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, ‘ভূমি অফিসের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ওই পুকুরটি একটি ভিপি পুকুর। যা (পুকুরটি) বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত সানোয়ার হোসেনের নামে লিজ দেওয়া আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত