চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের জমিতে অবৈধভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সকালে বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল দোকানঘর নির্মাণে বাধা দিলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাই পরিচয় দাবি করা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন তাঁর দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। সেখানে অধ্যক্ষের সঙ্গে কথাকাটাকাটি হলে একপর্যায়ে শিক্ষার্থীদের বাধার মুখে দোকানঘর নির্মাণ বন্ধ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর বাহিনী দিয়ে দখলদারিত্বে মেতে উঠেছেন। তাঁর সঙ্গে যুবদলের নেতা মো. ইমাম হোসেন এক হয়ে খাসজমি দখল, পুকুর খননসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফা কামাল গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ বলেন, ‘অবৈধভাবে দোকানঘর নির্মাণ করলে সেখানে গিয়ে আমি বাধা দিই। তাতে আমাকে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা জোর করে সেখানে দোকান ঘর বসাবে।’
বাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন বলেন, ‘শহিদুল চেয়ারম্যান বুলবুল নামের একজনকে সেখানে মিষ্টির দোকানঘর করে দিচ্ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম। আমি অধ্যক্ষকে বুঝিয়ে বলেছি। আগামীকাল চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষ বসবেন। আপাতত দোকানঘর নির্মাণ বন্ধ আছে।’
জোর করে দোকান নির্মাণ করছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোর করে দোকান করছি না। চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষের আগে থেকে কথা ছিল বিধায় সেখানে দোকান করা হচ্ছিল।’
গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সেখানে যারা মার্কেট নির্মাণ করছিল, তাদের আপাতত মার্কেট নির্মাণ করতে নিষেধ করেছি।’
ইউএনও আরও বলেন, ‘দুই পক্ষ তাদের জমি বলে দাবি করছে। তাই আমি দুই পক্ষকে কাগজপত্রসহ ডেকেছি। কাগজ দেখার পরেই সিদ্ধান্ত হবে।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের জমিতে অবৈধভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সকালে বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল দোকানঘর নির্মাণে বাধা দিলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাই পরিচয় দাবি করা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন তাঁর দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। সেখানে অধ্যক্ষের সঙ্গে কথাকাটাকাটি হলে একপর্যায়ে শিক্ষার্থীদের বাধার মুখে দোকানঘর নির্মাণ বন্ধ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর বাহিনী দিয়ে দখলদারিত্বে মেতে উঠেছেন। তাঁর সঙ্গে যুবদলের নেতা মো. ইমাম হোসেন এক হয়ে খাসজমি দখল, পুকুর খননসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফা কামাল গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ বলেন, ‘অবৈধভাবে দোকানঘর নির্মাণ করলে সেখানে গিয়ে আমি বাধা দিই। তাতে আমাকে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা জোর করে সেখানে দোকান ঘর বসাবে।’
বাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন বলেন, ‘শহিদুল চেয়ারম্যান বুলবুল নামের একজনকে সেখানে মিষ্টির দোকানঘর করে দিচ্ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম। আমি অধ্যক্ষকে বুঝিয়ে বলেছি। আগামীকাল চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষ বসবেন। আপাতত দোকানঘর নির্মাণ বন্ধ আছে।’
জোর করে দোকান নির্মাণ করছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোর করে দোকান করছি না। চেয়ারম্যানের সঙ্গে অধ্যক্ষের আগে থেকে কথা ছিল বিধায় সেখানে দোকান করা হচ্ছিল।’
গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সেখানে যারা মার্কেট নির্মাণ করছিল, তাদের আপাতত মার্কেট নির্মাণ করতে নিষেধ করেছি।’
ইউএনও আরও বলেন, ‘দুই পক্ষ তাদের জমি বলে দাবি করছে। তাই আমি দুই পক্ষকে কাগজপত্রসহ ডেকেছি। কাগজ দেখার পরেই সিদ্ধান্ত হবে।’
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২০ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৭ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৯ মিনিট আগে